সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বার এখানে। গ্রামীণফোন, রবি,এয়ারটেল, বাংলালিংক, টেলিটক সিক্রেট কোড 2023 ।



বর্তমান সময়ে অনেক ধরনের সিম কোম্পানি রয়েছে । এক একটি সিম কোম্পানি একেক ধরনের কোড দিয়ে থাকে । আলাদা আলাদা কম্পানি আলাদা আলাদা কোড দেওয়ায় আমরা অনেকেই কোড মনে রাখতে পারিনা। কিন্তু আমাদের এই কোডগুলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তা বারবার চেষ্টা করেও মনে রাখতে পারিনা। এবং কি সে কোডগুলি ছাড়া সিম চালা বৃথা ।


কারণ এই সিম ব্যবহারের মূল চাবিকাঠি সিমের কোড সুতরাং অনেক গুরুত্বপূর্ণ । আপনি যদি আপনার ব্যবহৃত সিমে ব্যালেন্স চেক করতে চান তাহলে কোড প্রয়োজন আছে । আপনি যদি আপনার সিমের এমবি চেক করতে চান তাহলে অবশ্যই কোড নাম্বার দরকার হবে ।


আপনি যদি মিনিট চেক করতে চান তার অবশ্যই কোড নাম্বার প্রয়োজন পড়বে ।আরো অনেক বিষয় আছে যেগুলোতে কোড প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তাইতো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রয়োজনীয় কোড নিয়ে । আমার এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারবেন সকল সিমের কোড নাম্বার ।

♻️  *সকল সিম এর প্রয়োজনীয় কোড সমূহ   ♻️


✳️  *গ্রামীণফোন* 


☞ Balance Check : *566# 

☞ Data (MB) Check : *121*1*4# 

☞ Internet Pack : *121*3#

☞ Minute Check : *121*1*2# 

☞ PPU Off : None

☞ Show SIM Number : *2# 

☞ SMS Check : *121*1*2# 

☞ Top Offer : *777#

☞ Tracking Check : *#62#

☞ Tracking Off : ##002#

☞ VAS Off : *121*6*1#


❇️ *বাংলালিংক*


☞ Balance Check : *124# 

☞ Data (MB) Check : *124*5# 

☞ Internet Pack : *5000# 

☞ Minute Check : *124*2# 

☞ PPU Off : None

☞ Show SIM Number : *511# 

☞ SMS Check : *124*3#

☞ Top Offer : *888#

☞ Tracking Check : *#62#

☞ Tracking Off : ##002#

☞ VAS Off : *121*5*1*2*1#


✳️ *রবি*


☞ Balance Check : *222# 

☞ Data (MB) Check : *8444*88# 

☞ Internet Pack : *8444# & *4#

☞ Minute Check : *222*3# 

☞ PPU Off : None 

☞ Show SIM Number : *140*2*4# 

☞ SMS Check : *222*11# 

☞ Top Offer : *999#

☞ Tracking Check : *#62#

☞ Tracking Off : ##002#

☞ VAS Off : *123*6*13#


❇️ *এয়ারটেল*  


☞ Balance Check : *778# 

☞ Data (MB) Check : *8444*88# 

☞ Internet Pack : *8444# & *4#

☞ Minute Check : *778*22# 

☞ PPU Off : *8444*9999#

☞ Show SIM Number : *121*7*3# 

☞ SMS Check : *778*6# 

☞ Top Offer : *999#

☞ Tracking Check : *#62#

☞ Tracking Off : ##002#

☞ VAS Off : *121*4*3#


✳️ *টেলিটক* 


☞own Number check : *551#

☞Balance Check : *152#

☞Internet Balance Check : *152#

☞Minute Balance Check : *152#

☞SMS Check : *152#

☞MMS Check : *152#

☞Show Mobile Number: Type “Tar” & send to 222

Post a Comment

0 Comments

Comments